1. jashimsarkar@gmail.com : admin :
  2. mahir1309@gmail.com : star mail24 : star mail24
  3. sayeed.fx@gmail.com : sayeed : Md Sayeed
  4. newsstarmail@gmail.com : Star Mail : Star Mail
শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও গাছের চারা বিতরণ | Starmail24
শিক্ষার্থীদের মাঝে মাস্ক ও গাছের চারা বিতরণ

ষ্টার মেইল রিপোর্ট :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯

প্রধানমন্ত্রী কর্তৃক পুরস্কার প্রাপ্ত ‘লিভিং আর্ট’ ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনে মাস্ক ও গাছ বিতরণ করেছে। গত বৃহঃস্পতি বার (২৮ নভেম্বর) সকালে ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনের মাঝে এসব চারা ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ‘লিভিং আর্ট’র প্রধান কেএম সবুজ ঢাকার বৰ্তমান দূষণের চিত্র তুলে ধরে বলেন: ‘বর্তমান বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর গুলোর মধ্যে বাংলাদেশের ঢাকা ও গাজীপুর অন্যতম। তাই আমাদের যার যার অবস্থান থেকে দূষনের বিরুদ্ধে কাজ করতে হবে।

তাছাড়া তিনি তার স্বউদ্যোগে ব্যাক্তিগত ভাবে সাধারণ মানুষকে সচেতন করতে আগামী ৩০ /১১/২০১৯ রোজ শনিবার সকাল ১০ টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকা থেকে ঢাকা ও গাজীপুর সিটি কর্পোরেশনে একটি মাস্ক ও একটি গাছ দিয়ে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করতে যাচ্ছি। কারণ মাস্ক ও গাছ প্রতিরোধ ও প্রতিকারক হিসেবে কাজ করবে।

তিনি আরও জানান; বায়ু দূষণের ফলে সমাজে নানা রোগ ব্যাধির সংক্রমন হচ্ছে। যেমন, শ্বাস কষ্ট, ফুসফুস সমস্যা, হাঁপানি, শিশু, বৃদ্ধ ও নারী এমন কি গর্ভবতী নারীরা বেশি ঝুঁকির মধ্যে থাকে। আশা করি আমার এই উদ্যোগে সাধারন মানুষ মাস্ক ব্যবহার ও গাছ লাগাতে উৎসাহিত হবে।
আপনারা ও আমার পাশে থাকবেন।
এই বিভাগের আরো সংবাদ