1. jashimsarkar@gmail.com : admin :
  2. mahir1309@gmail.com : Md Moniruzzaman : Md Moniruzzaman
  3. sayeed.fx@gmail.com : sayeed : Md Sayeed
  4. newsstarmail@gmail.com : Star Mail : Star Mail
“মৃত্যু”

ষ্টার মেইল রিপোর্ট :
  • প্রকাশের সময় : সোমবার, ৯ জুলাই, ২০১৮
"মৃত্যু"

“মৃত্যু”

আমি তো প্রতিদিনই মরি।

মৃত্যু আমাকে স্পর্শ করে তীব্র যন্ত্রণায়।

আমি মরি ক্ষুধার্ত পথ শিশুর হৃদয় ফাটা কান্নায়।

আমি মরি শিক্ষিত বেকার ছেলের ক্ষয়ে যাওয়া জুতো দেখে।

আমি মরে যায় তখন,

যখন রাতের আধারে সেই ছেলে জীবিকার জন্য রিক্সা ধরে।

আর আমি, আমি আরোহী রুপে পেছনে বসি।

আমি তো প্রতিদিনই মরি,

মৃত্যু আমাকে স্পর্শ করে তীব্র যন্ত্রণায়।

আমি মরি তখন,

যখন দেখি কোন এক ভাইয়ের বোনকে খুজে পাওয়া যাচ্ছে না ৪৮ ঘন্টা।

অতঃপর বাবা কুড়িয়ে আনে মেয়ের ব্যবচ্ছেদিত শরীর,

যেটাতে ৪৮ ঘন্টা পূর্বে প্রান ছিলো।

আমি সেই নিঃপ্রন দেহ দেখে মরি।

আমি মরেযাই যখন দেখি,

যৌতুকের জন্য কোন নববধূর হাতে মেহেদির রঙ সরার আগেই,

সে ভর্তি হয় মেডিকেলের বার্ন ইউনিটে।

প্রতি মুহুর্ত নরকযাপন,দগদগে ঘাঁ।

আমি সেই নববধূর আর্তনাদে মরে যাই।

আমি এই মৃত্যুর খেলা এর আগেও খেলেছি বার বার।

এই পরিচিত জীবন এর আগেও উপভোগ করেছি আমি।

এই ক্ষুধার্ত শিশু,শিক্ষিত বেকার,নিঃপ্রান শরীর,

দগদগে ঘা আমি হয়তো আগেও দেখেছি।

হতে পারে এটা জন্মের অপুর্নতা,অথবা মৃত্যুর।

 

লেখক : ইমরুল হাসান
এই বিভাগের আরো সংবাদ