ভালবাসার প্রহসন
প্রকাশিত: 9/12/2019 16:39:04| আপডেট:

ভালবাসার প্রহসন
বিশটি বছর সকালে উঠে চা থেকে রাতের খাবার
পরম যতনে রেধেছে সে,
জামার বোতাম ছুটে যাওয়া থেকে জুতার কালি ফিকে হয়ে যাওয়া
কোনটা অবহেলায় চোখ এড়াই নি যে।
কথনো সারাদিনের কষ্ট -ক্লান্তি চেপে
রাত জেগে গল্প শুনেছে,
অথবা অভিযোগ অনুযোগ
অভিমান ভুলে হেসেছে।
সাধের হারমোনিয়াম
আর তবলা,
সেগুলো আজ অবলা।
অরধশত পুরষ্কার
কথায় কথায় পায় তিরষ্কার
সেটাও মেনে নিয়েছে সে।
তারপরও আজ বিশ বছর পর
পুরানো অভ্যাসে ধুলো বালি ঝাড়তে গিয়ে
নিজেকেই পেলো অযত্নে পড়ে থাকা কাগজে
যেখানে লেখা ছিল
“আমি তাকে আজো ভালবাসি না
কোনদিন ও পারবো না” ,
লেখক:ফারহানা শারমিন বৃষ্টি