“ক্ষত”
প্রকাশিত: 9/12/2019 13:24:28| আপডেট:

লেখক : ইমরুল হাসান
“ক্ষত”
বেঁচে থাকার ইচ্ছে দিনকে দিন কমে যাচ্ছে।
মুহুর্মুহু নরকের হাওয়া স্পর্শ করছে শরীর।
নরকেশরীর ঘোঙ্গরের শব্দে রক্তাক্ত কর্ণ যুগল,
তবুও কথকের মূর্ছনা চায়।
এখন বাতাসে আর বনলতার চুলের গন্ধ পাইনা,
গন্ধ শুষে নিয়েছে লুসিফার।
আমি বনলতার চুলের গন্ধ হারিয়ে ফেলেছি।
এখনো দিঘীতে রক্ত কমল ফোটে,
তবে সেই নির্মল সৌরভ আর নেই।
সেই টলমলা কালো জল এখন নেই,
আছে কেবল শতিচ্ছেদনের তাজা রক্ত,
কমলে এখন বিভৎস গন্ধ।